chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দাবি আদায় না হলে ৪৮ ঘন্টার কর্মবিরতি 

ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ

নিজস্ব প্রতিবেদক: ১০ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী ও প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা, পণ্য পরিবহন, মালিক-শ্রমিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষার্থে সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরা হয়।

একই সাথে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে ২৭-২৮ সেপ্টেম্বর সারাদেশে পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পণ্য পরিবহন মালিক-শ্রমিকের হৃদয়ে পুঞ্জিভূত ব্যাথা বিস্ফোরণ হওয়ার সময় অতি সন্নিকট। সংগঠনের যৌক্তিক দাবিগুলো আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে পণ্য পরিবহনে ৪৮ ঘন্টা কর্মবিরতি পালনসহ আন্দোলন অব্যাহত থাকবে বলে কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা।

সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহবায়ক মোঃ নুরুল আবছারের সভাপতিত্বে ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির দপ্তর সম্পাদক মোঃ আবদুর রহিমের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী ও প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় আহবায়ক মোঃ রুস্তম আলী খান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃনাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আবদুল মান্নান, সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম, শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মুসা, নোয়াখালী ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আবুল বাহার, প্রাইমমুভার ওনার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দীক, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল মাওলা, কুমিল্লা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুচ সালাম, ফেনী জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, ব্রাহ্মণবাড়িয়া ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম, বন্দর ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির সোহেল, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব মোঃ এমদাদুল হক, চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দুলাল প্রমুখ।

এ ছাড়াও মানববন্ধনে বৃহত্তর চট্টগ্রামের সকল পণ্য পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এমএআর/এমআই/চখ

এই বিভাগের আরও খবর