chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে ১০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

নিজস্ব প্রতিবেদক : পাচারকালে সীতাকুণ্ড মদনহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠবোঝাই একটি কাভার্টভ্যান জব্দ করেছে বন বিভাগ

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফৌজদার হাট স্টেশন কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা কাঠের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

ফৌজদার হাট ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ বলেন, কাভার্টভ্যানে অবৈধ কাঠ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহাসড়কের মদনহাট এলাকায় একটি কাভার্টভ্যান (ঢাকা মেট্রো -ন-২০-৭৬২৯ আটক করে তল্লাশি চালানো হয়। এসময় ওই কাভার্টভ্যানের ভিতর থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের সেগুন ও গামার গোল কাঠসহ মিনি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

জব্দ করা কাঠ ও কাভার্ডভ্যান ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে বন মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর