chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুলিশের এএসআইকে চাপা দেওয়ার ঘটনায় আরও একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নগরীর চান্দগাঁও থানার এএসআই কাজী সালাউদ্দিনকে গাড়িচাপা দিয়ে হত্যা মামলার আসামি মো. জুয়েলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) কর্ণফুলী থানার সৈন্যারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি মো. মঈনুর রহমান বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ১৯ জুন চোলাই মদবাহী গাড়ির চালকসহ তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

গ্রেফতাররা হলেন- মাইক্রোবাসের চালক মো. বেলাল (৩৪), চোলাই মদ বিক্রেতা মো. রাশেদ ওরফে রাসেল ও চোলাই মদ বিক্রেতা সামশুল আলম।

গত ১১ জুন (শুক্রবার) ভোরে চান্দগাঁও থানার মেহেরাজ চৌধুরী ঘাটা এলাকায় এএসআই কাজী মো. সালাউদ্দিনকে চাপা দেয় মাদকবাহী মাইক্রোবাসটি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাজী মো. সালাউদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী পাড়া এলাকার কাজী নাদের জামানের ছেলে। তিনি ২০১৮ সাল থেকে চান্দগাঁও থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর