chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দাঁতের ব্যথায় খেতে হবে পাইন্না ফল

ডেস্ক নিউজ: পাইন্না বা টিপাফল এক ধরনের টক মিষ্টি স্বাদের দেশীয় অপ্রচলিত ফল। এই ফলটি দেখতে আঙুর ফলের মতো। এই ফলের অন্যান্য নামগুলো হলো- টিপফল, টিপটিপানি, লুকলুকি, পেলাগোটা, প্যালা, পায়েলা, ঝিটকি, পলাগোটা, টরফই, পানিয়ালা, পানি আমলা, পাইন্না, পাইন্ন্যাগুলা, বেহুই ইত্যাদি। এর ইংরেজি নাম Indian plum বা coffee plum এবং বৈজ্ঞানিক নাম Flacourtia jangomas বা Flacourtia cataphracta. এটি নিচুভূমি এবং পাহাড়ি এলাকার বৃষ্টিবহুল অঞ্চলের ‘উইলো’ পরিবারভুক্ত বৃক্ষ। এটি একটি উৎকৃষ্ট ভেষজ ফল।

উপকারী,,,
ডায়রিয়া নিরাময়ে :
ডায়রিয়া রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। টিপা গাছের কচি পাতা ও ফল ডায়রিয়ার জন্য খুব ভালো উপকার করে।

দাঁতে ব্যাথা হলে :
দাঁত ব্যথা হলে টিপা গাছের শিকড় সেদ্ধ করে সেই পানি দিয়ে কুল কুচি করলে উপকার পাওয়া

হৃদরোগ নিয়ন্ত্রণে :
টিপা ফল হৃদরোগীদের জন্য্ বিশেষভাবে উপকারি। টিপা ফলের রয়েছে রক্ত তরল করার উপাদান।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে :
টিপা ফলের রয়েছে এন্টিঅক্সিডেন্ট । তাই টিপা ফল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রনে থাকে।

অরুচি দূর করতে :
টিপা ফলে রয়েছে প্রচুর পরিমাণে টক ও মিষ্টি। তাই এই ফল খেলে মুখের অরুচি ভাব কেটে যায়।

ক্যান্সার নিরাময়ে :
টিপা ফল লিভারের ক্যান্সার দমন করতে সাহায্য করে থাকে।