chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চিলিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক: চিলির মাঠে বাংলাদেশ সময় শুক্রবার সকালে এভারতন রিবেইরোর নৈপুণ্যে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। এর ফলে চলতি বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা বজায় রাখলেন নেইমার-কাসেমিরোরা।

বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার চিলির মাঠে জয়টা সহজে আসেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এভারটন রিভেইরোর পা থেকে আসা একমাত্র গোলে স্বাগতিকদের হারায় ব্রাজিল।

প্রথমার্ধে আক্রমণভাগের কাছে আশানুরূপ কিছু না পাওয়ায় দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় এভারটন রিভেইরোকে নামান তিতে।

এর সুফল পেতে সময় লাগে ২০ মিনিটেরও কম। নেইমারের শট চিলির গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে সহজেই গোল করেন রিভেইরো। এই এক গোলেই জয় নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। মার্কিনিয়োসের শট ঠেকিয়ে চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে দেননি ব্রাভো।

চলতি লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এটি ব্রাজিলের টানা সপ্তম জয়। এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হলো ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইয়ে সাত ম্যাচে টানা সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।

একই দিনের অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারানো সমান ম্যাচ খেলা আর্জেন্টিনা ১৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। আর চিলির অবস্থান সপ্তম, সাত ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর