chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘নীলনকশা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না সরকার’

নিজস্ব প্রতিবেদক: ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করতে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা। দ্রুত সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে আক্তারুজ্জামান চৌধুরী চত্বরে মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন তারা। জেলা ছাড়াও নগর পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দলটি।

কর্ণফুলীর কর্মসূচিতে দলের সহকারী প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা দেলোয়ার হোসাইন সাকী বলেন, ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করতে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। করোনার কারণে নয় বরং জাতির ভবিষ্যত ধ্বংসের জন্যই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন।

সাকী বলেন, দেশের সবকিছু স্বাভাবিকভাবে চললেও, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেধাহীন করার চক্রান্ত চলছে। হাটবাজার, কলকারখানা, গণপরিবহন ও বিনোদন কেন্দ্রসহ সবকিছু খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন? দেশের বিশেষজ্ঞরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পরামর্শ দিলেও সরকার কর্ণপাত করছে না। অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে উদ্বেগের প্রকাশ করছে। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরী মানববন্ধনে সভাপতিত্ব করেন। এসময় যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, মাওলানা আবদুল আলিম, জেলা আইন ও মানবাধিকার সম্পাদক, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা আরিফ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে একই দাবিতে নগরের দেওয়ানহাট এলাকায় কর্মসূচি পালন করেছে দলটির মহানগরের নেতারা।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর