chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চাকরি দেয়ার নামে ৩৫ লাখ টাকা আত্মসাৎ, আটক ভুয়া সচিব

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে চাকরি দেয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন এক ভুয়া সচিব।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে নগরীর চান্দগাঁও থানার মৌলভীবাজার এলাকা থেকে সেকান্দর আলী (৫৫) নামে ওই ভুয়া সচিবকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। সেকান্দার আলী ওই এলাকার জাফর আহমেদের ছেলে।

পুলিশ জানায়, আবুল কাশেম নামে রিয়াজউদ্দিন বাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ী থানায় একটি প্রতারণা মামলা করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দরের সচিব পরিচয় দিয়ে সেকান্দার তার ছেলেকে চাকরি দেয়ার কথা বলে। বিভিন্ন দফায় ১৫ লাখ টাকা আত্মসাত করে সেকান্দার। ওই ব্যক্তির দেয়া অভিযোগের ভিক্তিতে প্রতারক সেকান্দর আলীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন। তিনি বলেন, গ্রেফতার সেকান্দার আলী প্রতারক চক্রের সদস্য। সে নিজেকে চট্টগ্রাম বন্দরের সচিব পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে অন্তত ৩৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পেয়েছি।

তাছাড়া তাকে জিজ্ঞাসাবাদ করে এ চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতার করা হবে বলে জানান ওসি নেজাম উদ্দিন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর