chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে ফুটপাত দখলের দায়ে মামলা-জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নগরীতে অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে মামলার পাশাপাশি ৯৪ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ সেপ্টেম্বর) নন্দনকানন, লালখান বাজার ও কাজির দেউড়ি এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

অভিযানে অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় মিষ্টি দ্রব্য উৎপাদনকারী এক প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ফুটপাতে মালামাল রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নগরের লালখান বাজার ও কাজির দেউড়ি এলাকায় ফুটপাতে মালামাল রাখায় চারটি প্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার টাকা জরিমানাসহ মামলা করা হয়।

অভিযানকালে করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সহযোগিতা করে।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর