chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় একটি বেকারি ও মুড়ি কারখানার মালিকককে ৩০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) নগরের কোতোয়ালী থানার বক্সিরহাট এলাকায় অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস অভিযানে নেতৃত্ব দেন।

অপরদিকে নগরের বহদ্দারহাট কাঁচাবাজারে চলাচলের পথ দখল করে চালানো ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে চলাচলের উপযোগী করা হয়।

অভিযানে করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সহযোগিতা করে।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর