chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেয়রের সঙ্গে হালিশহর আর্টিলারি সেন্টারের ব্রিগেডিয়ারের সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক: নগরের হালিশহর আর্টিলারি সেন্টারের ব্রিগেডিয়ার এ কে এম ইকবাল আজিম চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে নগরের টাইগারপাস এলাকায় চসিকের অস্থায়ী কার্যালয়ে এ সাক্ষাত করেন তিনি।

সাক্ষাতে আগামী ২৮ অক্টোবর সেনাবাহিনীর প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে মেয়রকে অবহিত করেন এ কে এম ইকবাল। তিনি জানান, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অংশ নিবেন। অনুষ্ঠান সফল করতে যাবতীয় প্রস্তুতির কাজ চলছে।

অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধিতে আর্টিলারির ১০ নম্বর গেইট থেকে রিং রোড পর্যন্ত রাস্তা ও আর্টিলারির ভেতরের রাস্তা সংস্কার করতে অনুরোধ জানান এ কে এম ইকবাল। একই সঙ্গে আর্টিলারিতে প্রবেশের রাস্তায় ওয়াকওয়ে নির্মাণে মেয়রকে অনুরোধ জানান তিনি।

মেয়র রাস্তা নির্মাণ ও ওয়াকওয়ে নির্মাণে করপোরেশনের প্রকৌশল বিভাগকে ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন।

সাক্ষাতকালে প্রতিনিধিদলের দলের সঙ্গে হালিশহর আর্টিলারি সেন্টারের লে. কর্নেল মাহবুবসহ করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর