chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় আটক ২

নিজস্ব প্রতিবেদক: ভয়-ভীতি দেখিয়ে পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় চাঁদাবাজ চক্রের দুই সদস্যকে নগদ অর্থসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।

মঙ্গলবার (৩০ আগস্ট) নগরের চান্দগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. আজাদ (৩৫) ও মো. আব্দুল মান্নান (৫৫)।

র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. নুরুল আবছার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চান্দগাঁও রুটে চলাচলকারী সিএনজি অটোরিকশা, বাস এবং ট্রাক থেকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল তারা। তথ্য পেয়ে ওই স্থানে র্যাবের একটি টিম অভিযান চালায়। অভিযানে চাঁদা আদায়ের ৯৪৫ টাকাসহ তাদেরকে আটক করা হয়।

চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে নগরে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...