chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে করোনায় আরও ৮৬ মৃত্যু, শনাক্ত ৩৩৫৭

ডেস্ক নিউজ: করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৬ জনের মৃত্যু হয়েছে। দুই মাস পর টানা চতুর্থ দিনের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা একশ’র নিচে থাকল।

গত শনিবার (২৮ আগস্ট) করোনায় মৃত্যু এক শ’র নিচে নামে। ওই দিন মারা যান ৮০ জন। পরদিন রবিবার এ সংখ্যা সামান্য বেড়ে ৮৯ জনের মৃত্যু হয়। তাছাড়া গতকাল সোমবার (৩০ আগস্ট) ৯৪ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ২৬ হাজার ১৯৫ জনের মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১৮ জনে। শনাক্তের হার ১১.৯৫ শতাংশ।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪৪ জন ও মহিলা ৪২ জন। যাদের মধ্যে বাসায় একজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা গেছেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...