chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চন্দনাইশে শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশে শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় দক্ষিণ গাছবাড়িয়ার তালুক নামক এলাকার একটি কমিউনিটি সেন্টারে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আজ জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও কাঙালি ভোজের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। এতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান বক্তব্য দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকার।

তিনি জানান, শোক দিবসের অনুষ্ঠানে সদ্য গঠিত উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে পদপ্রাপ্ত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর