chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হবু স্বামীকে নিয়ে কবিতা লিখলেন সঙ্গীতশিল্পী ন্যান্সি

বিনোদন ডেস্ক: সামাজিক মাধ্যমে এখন বেশ আলোচনায় আছেন সঙ্গীতশিল্পী ন্যান্সি। নতুন যাত্রা, নতুন সংসার করতে যাচ্ছেন এমন আভাস দেওয়ার পর হবু স্বামীকে নিয়ে কবিতা লিখেছেন এ সঙ্গীতশিল্পী।

গীতিকার এবং সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসীন মেহেদীর সঙ্গে সম্প্রতি আংটি বদল করেছেন ন্যান্সি। এখন ব্যস্ত সময় পার করছেন বিবাহের আনুষ্ঠানিকতা আয়োজনে।

নতুন জীবন সঙ্গীতে আচ্ছন্ন ন্যান্সি গেঁথেছেন কথার মালা। সেই কথার মালা পেয়েছে কবিতার রূপ। প্রিয় মানুষকে নিয়ে হয়তো দেখছেন নতুন স্বপ্ন, বুনছেন নতুন গান।

প্রিয় মানুষকে নিয়ে চার লাইনের যে কবিতা ন্যান্সি ফেসবুকে পোস্ট করেছেন তাতে মহসীনের প্রতি তার প্রগাঢ় ভালোবাসাই প্রকাশ করে।

কবিতায় ন্যান্সি লিখেছেন- ‘আমি হাজার কথার মালা গেঁথে / চেয়ে আছি শুধু তোমারই পথে /জানি আমার কাছেই তুমি/ এখনই আসছো../ তুমি তো এখন আমারই কথা ভাবছো।

ভালোবাসা মাখা শব্দগুলোর মতো মহসীনের সাথে ভালোবাসা মাখা একটি ছবিও পোস্ট করেছেন এ কণ্ঠশিল্পী। আংটি বদলের পর এটিই তাদের একসঙ্গে প্রথম ছবি।

আরএস/এমআই

Loading...