chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রধানমন্ত্রী প্রণোদনা দেওয়ায় শিল্পখাত ঘুরে দাঁড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারীর মধ্যেও জীবন-জীবিকা চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী বড় অংকের প্রণোদনা দেওয়ায় শিল্পখাত ঘুরে দাঁড়িয়েছে বলে জানালেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশ্বের অনেক উন্নত দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা হয়নি।

সোমবার (৩০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সম্মিলিত পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন নওফেল।

গার্মেন্টস শিল্প মালিকদের উদ্দেশ্যে নওফেল বলেন, প্রধানমন্ত্রী প্রণোদনা দিয়েছেন শ্রমিকদের বেতন-ভাতা চলমান রাখার জন্য। দুঃখের বিষয় কোন কোন গার্মেন্টস শ্রমিকরা বেতন-ভাতার জন্য সড়ক অবরোধ করছেন। শ্রমিকদের রক্ত ঘামে আপনারা দামী দামী গাড়ি ও বাড়ির মালিক হয়েছেন। আপনারা পকেট ভর্তির জন্য শ্রমিক রাজনীতি করবেন না। যদি করেন তাহলে আপনারা মুনাফেক। কোন মুনাফেককে সৃষ্টিকর্তা ক্ষমা করবেন না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম গার্মেন্টস্ শ্রমিক ফেডারেশন সম্মিলিত পরিষদের সভাপতি শেখ আবদুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময়  সাধারণ সম্পাদক (ভারপাপ্ত) মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাখেন ফেডারেশনের উপদেষ্টা ও নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, মহানগর জাতীয় শ্রমিকলীগ সভাপতি বখতিয়ার উদ্দিন খান প্রমুখ ।

আরকে/এনএনআর/চখ

এই বিভাগের আরও খবর