chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় টানা ৩ দিন শ‘য়ের নিচে মৃত্যু

মৃত্যু ৯৪, নতুন শনাক্ত ৩৭২৪

নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে টানা ৩ দিন একশ‘র নিচে মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১০৯ জনে। গতদিনের তুলনায় গত ২৪ ঘন্টার পরিসংখ্যানে শনাক্তও কমেছে।

এসময়ে তিন হাজার ৭শ ২৪ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। আগের দিন এ সংখ্যা ছিল ৩ হাজার ৯শ ৪৮ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৮৫৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৮৫৫টি। নমুনা পরীক্ষার বিপরীতে ৩ হাজার ৭২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যেখানে শনাক্তের হার ১২ দশমিক ০৭ শতাংশ।

এর আগে গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল গত ৫ আগস্ট। এ ছাড়া ৯ আগস্ট ২৪৫, ১০ আগস্ট ২৬৪, ১১ আগস্ট ২৩৭, ১২ আগস্ট ২১৫ জনের মৃত্যু হয়েছিলো।

অন্যদিকে গত শনিবার (২৮ আগস্ট) করোনায় ৮০ জনের মৃত্যু হয়। এতে টানা ৬৩ দিন পর মৃত্যু একশর নিচে নামে। তার আগে সর্বশেষ গত ২৬ জুন করোনায় মৃত্যু একশর নিচে ছিল। ওই দিন মারা যান ৭৭ জন। দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ১০০ ছাড়িয়েছিল গত ১৬ এপ্রিল। ওই দিন মারা গিয়েছিলেন ১০১ জন।

গতকাল রবিবার (২৯ আগস্ট) করোনায় ৮৯ জনের মৃত্যু হয়। এতে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়ায়।

আরএস/এনএনআর/চখ 

এই বিভাগের আরও খবর
Loading...