chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাম্প্রদায়িক অপশক্তি রুখে দিতে হবে

নিজস্ব প্রতিবেদক: দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ধরে রাখতে সম্মিলিতভাবে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে বলে মন্তব্য করেছেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতারা।

সোমবার (৩০ আগস্ট) নগরের জে এম সেন হল প্রাঙ্গণে সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমী অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এ মন্তব্য করেন।

পরিষদের নেতারা বলেন, হাজার বছর ধরে বাঙালি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সংগ্রাম করে আসছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টান সকলের পারস্পরিক সহাবস্থান এই ভূখণ্ডের চিরকালীন ঐতিহ্য।

অসাম্প্রদায়িক চেতনার ওপর দাঁড়িয়ে সাড়ে সাত কোটি বাঙালি মহান মুক্তিযুদ্ধ ছিনিয়ে আনে। যুগে যুগে সাম্প্রদায়িক অপশক্তি নানা অপকর্ম চালিয়ে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে।

এখনো সেই অপশক্তি নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। সম্মিলিত শক্তি নিয়ে সম্মিলিত ঐক্যের ভিত্তিতে এই অপশক্তির বিষ দাঁত ভেঙে দিতে হবে।

অনুষ্ঠান শেষে দর্শনার্থীদের মাঝে প্রসাদ, দরিদ্র মানুষের মাঝে চালসহ নিত্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর