chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাত্র ৮ লাখ টাকায় বাঁচবে একজন হাফেজের জীবন

দূরারোগ্য খাদ্যনালি ক্যান্সারে আক্রান্ত

চট্টলা ডেস্ক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাঠানটুলী রোডস্থ চাট্টশ্বরাই গায়েবী মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ সাইফুদ্দিন দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা।

জানা যায়, তার খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ে। প্রথম ক্যামোথ্যারাপি শুরু হয়েছে যেখানে ক্যামো প্রতি খরচ হয়েছে ৫০ হাজার টাকা। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছে তার পরিবার।

তাই উনার সুচিকিৎসার জন্য মানবিকতার স্বার্থে উনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি বিনীত ভাবে অনুরোধ জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি।

মুহাম্মদ সাইফুদ্দিন ফটিকছড়ি উপজেলার বখতপুর ১ নং ওয়ার্ডের অন্তর্গত ছমিউদ্দীন দারোগা বাড়ি মরহুম হাফেজ ফজল আহমদের ছোট ছেলে। তিনি ফুটফুটে দুই কন্যা সন্তানের জনক। আসুন আমরা সবাই মিলে কোরআনের এই হাফেজের পাশে দাঁড়াই।

বিকাশ (মুহাম্মদ সাইফুদ্দিন) – ০১৮৭৭ ৯৬৭২১৭

জেএইচ/চখ

 

 

এই বিভাগের আরও খবর