chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে ইসমাঈল হোসেন নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়ন ১নং উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু ইসমাঈল ওই গ্রামের লাল মিয়া সারেং বাড়ীর কামরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেলে খেলতে খেলতে পরিবারের সদস্যদের আগোচরে কোন এক সময় শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

দীর্ঘক্ষণ পর শিশু ঈসমাইলকে বাড়ির আঙ্গিনায় দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির নিকট পুকুরে তার পায়ের জুতা ভাসতে দেখা যায়।

এসময় পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...