chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাবুলে এবার রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: আবারো বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে আফগানিস্তানের রাজধানী কাবুল শহর। সেখানে এবার রকেট হামলার ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয় আজ রবিবার (২৯ আগস্ট) বিকেলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আফগানিস্তানের সাবেক এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘কাবুলের একটি বাড়িতে একটি রকেট আঘাত হেনেছে।

দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজে খবর প্রকাশ হয়, বিদেশি সৈন্যদের আফগান ছাড়ার শেষ ধাপে পৌঁছানোর আগ মুহূর্তে আজ রবিবার বিমানবন্দরের কাছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে শনিবার কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে বড় ধরনের আরেকটি সন্ত্রাসী হামলা হতে পারে বলে সতর্ক করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডারদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ আভাস দেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেনের বক্তব্যের পরপরই কয়েক দফা জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করে কাবুলের আমেরিকান দূতাবাস।

বিমানবন্দরের প্রবেশপথের বাইরে অবস্থানরত নাগরিকদের অবিলম্বে এলাকা ত্যাগের নির্দেশনা দেয়া হয় সতর্কবার্তায়।

বিমানবন্দরের কাছাকাছি না থাকতে, বিশেষ করে তাৎক্ষণিকভাবে দক্ষিণের প্রবেশপথ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন সংলগ্ন প্রবেশপথ ও বিমানবন্দরের উত্তর-পশ্চিমে পাঞ্জশির পেট্রোল স্টেশনসংলগ্ন প্রবেশপথ ছাড়তে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নির্দেশ দেয়া হয়েছে।

সম্ভব হলে বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয় আমেরিকান নাগরিকদের।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর