chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের কাজ চলছে: নওফেল

নিজস্ব প্রতিবেদক: মেডিকেল কলেজে রূপান্তর করার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

রবিবার (২৯ আগস্ট) নগরীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৮ শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিটের (এইচডিইউ) উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, শুধুমাত্র অবকাঠামোই নয়, চিকিৎসাসেবাই হলো মূল বিষয়। হাসপাতালের উন্নয়নে কাজ করছে সরকার। জেনারেল হাসপাতালকে যেন মেডিকেল কলেজ হাসপাতালে পরিণত করতে পারার ব্যাপারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, চট্টগ্রামের হাসপাতালগুলোতে উন্নয়ন হয়েছে সরকারি-বেসরকারি উদ্যোগের ফলে। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও এখানে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে। সমন্বিত প্রচেষ্টায় আমরা করোনা মোকাবিলা করতে সক্ষম হচ্ছি। চট্টগ্রামের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেশের বাইরে অবস্থান করেন। তাই সবকিছু বিবেচনায় প্রধানমন্ত্রী বিশেষভাবে চট্টগ্রামে টিকার পরিমাণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুমের সঞ্চালনায় ও সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএসআরএম এর উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়া।

ইনি/এনএনআর/চখ

এই বিভাগের আরও খবর