chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চমেকের সাবেক অধ্যক্ষ ডা. এলএ কাদেরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. এলএ কাদেরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন।

ডা. এলএ কাদেরী বিভিন্ন সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার দু’বার নির্বাচিত সভাপতি, চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ সোসাইটি অব সার্জনস্ এর সভাপতি, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন’ এর কেন্দ্রীয় সভাপতি, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি, সিনিয়র ডক্টরস ক্লাব সভাপতি ও চট্টগ্রাম শিশু হাসপাতালের সহ-সভাপতি নির্বাচিত হন।

 

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর
Loading...