chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ টিকা

ডেস্ক নিউজ: পঞ্চম দফায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা জাপান থেকে ঢাকা এসে পৌঁছেছে। এ চালানে বাংলাদেশেকে আরও ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা পাঠিয়েছে জাপান।

 

আজ শনিবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোভ্যাক্সের আওতায় জাপানের দেওয়া এসব টিকা এসে পৌঁছায়।

এর আগে শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে জানিয়েছিলেন, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য জাপানের প্রতিশ্রুতি দেওয়া অক্সফোর্ডের টিকার ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

নতুন পাঠানো এই টিকা দেশে পৌঁছায় জাপান থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় মোট ৩০ লাখেরও বেশি টিকা পেল বাংলাদেশ।

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। সে অনুযায়ী, গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় পাঠায় জাপান।

পরে ৩১ জুলাই দ্বিতীয় চালান আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকা। গত ২ আগস্ট তৃতীয় চালানে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকা ঢাকায় আসে এবং সর্বশেষ গত ২১ আগস্ট ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা পাঠায় জাপান।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর