chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাবুল বোমা হামলা: জাতিসংঘের তীব্র নিন্দা

ডেস্ক নিউজ: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ

এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, সাধারণ মানুষ যখন প্রাণভয়ে আফগান ত্যাগ করতে বিমানবন্দরে জড়ো হয়েছেন, তখন তাদের লক্ষ্য করে গত বৃহস্পতিবার সন্ত্রাসীরা বর্বর ওই হামলা চালায়।

আফগানিস্তানের সব পক্ষকে আন্তর্জাতিক নিয়মনীতি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে এ বিশ্ব সংস্থাটি।

অপরাধী এবং তাদের পৃষ্টপোষকদের আইনের আওতায় আনারও আহ্বান জানায় জাতিসংঘ।

আফগানিস্তানের সব পক্ষকে বিদেশিদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করারও আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল । মূলত বিমানবন্দরে চত্বরে জোরালো বিস্ফোরণ হয়। সেই সময় তালেবান অধিকৃত আফগানিস্তান ছাড়তে চাওয়া কয়েক হাজার আফগান নাগরিক জড়ো হয়েছিলেন বিমানবন্দরে। আফগান নাগরিকদের নিয়ে মার্কিন বিমান ওড়ার আগেই পরপর বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে ১৮০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর