chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ছেলের নাম রাখলেন টালিউড অভিনেত্রী নুসরাত

ডেস্ক নিউজ: বর্তমান সময়ের আলোচিত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সাংসদ নুসরাত জাহান ছেলে সন্তানের জন্ম দিয়েছেন গতকাল বৃহস্পতিবার।

সন্তানের জন্ম দেওয়ার সময় হাসপাতালে টালিউড অভিনেত্রী নুসরাতের পাশে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। এ অভিনেতা এক বিবৃতিতে সংবাদমাধ্যমে নুসরাতের শারিরীক অবস্থাও জানিয়েছন।

তবে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রে ছিল নুসরাতের ছেলের নাম জানা ও ছবি দেখা। ছবি প্রকাশ না হলেও জানা গেছে নাম। শুক্রবার নুসরাত তার ছেলেন নাম জানিয়েছেন।

সে খবরেই পাঠকদের নজর এখন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে সে খবর প্রকাশ পাচ্ছে মজার শিরোনামে। অভিনেতা যশের ইংরেজি বানান Yash। নামের প্রথম Y অক্ষরে মিলিয়েই নাকি রাখা হয়েছে নুসরাতের সদ্যোজাত সন্তানের নাম।

নুসরাতের পুত্র সন্তানের নাম ‘ঈশান’, ইংরেজিতে (Yishaan)। তবে এখনও এই সন্তানের বাবা কে সে বিষয়ে কোনও কথা বলেননি কেউই।

অন্যদিকে নেটিজনরা ধরেই নিয়েছে সন্তানের বাবার নাম নুসরাত প্রকাশ না করলেও অনেকটাই স্পষ্ট সদ্যজাতের পিতা কে?

এই বিভাগের আরও খবর
Loading...