chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ: চট্টগ্রামের আনোয়ারায় পুকুরের ডুবে নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

নিহত মো. মুরসালিন (৫) একই এলাকার মো. সুমনের ছেলে।
স্থানীয়রা জানান, পানিতে ডুবে মৃত শিশুটি বাড়ির পাশের শিশুদের সঙ্গে খেলতে গিয়েছিল। দীর্ঘক্ষণ বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির পিছনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. এমরান গণমাধ্যকে বলেন, পুকুরে ডুবে যাওয়া একটি শিশুকে হাইলধর এলাকা থেকে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

ইনিও/চখ

এই বিভাগের আরও খবর
Loading...