chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চসিককে সোয়া কোটি টাকার চেক দিল ওয়াসা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ তাদের প্রকল্প বাস্তবায়নের জন্য নগরীর কর্তনকৃত সড়ক মেরামত বাবদ ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৭০০ টাকার চেক প্রদান করেছে চসিকের কাছে।

বুধবার (২৫ আগস্ট) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিমের নিকট এ চেক হস্তান্তর করেন চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ. কে.এম ফজলুল্লাহ।

এসময় উপিস্থিত ছিলেন চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, উপ-প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী ও ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম প্রমুখ।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...