chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সেপ্টেম্বরে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে অনুষ্ঠিত গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

আজ (২৫ আগস্ট) বুধবার সকালে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত একটি অনুষ্ঠানে গণমাধ্যকে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

তিনি বলেন, ‘গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু করা হবে। এই কয়দিনে আরও অনেক টিকা আসবে। দ্বিতীয় ডোজ শেষ করতে আমাদের কোনো সমস্যা হবে না। সারাদেশে গণটিকা চলাকালে যে যেই কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেখানেই দ্বিতীয় ডোজ দেয়া হবে। শিগগিরই দেশে ৬০ লাখ ফাইজার আসবে।’

এই বিভাগের আরও খবর
Loading...