chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাপানি দুই শিশুকে হোটেলে রাখার নির্দেশনা চেয়ে বাবার আবেদন

জাপানি দুই শিশুকে ভিক্টিম সাপোর্ট সেন্টার থেকে হোটেলে রাখতে হাইকোর্টে ফের আবেদন করেছেন তাদের বাবা ইমরান শরীফ।
আজ বুধবার (২৫ আগস্ট) সকালে, বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চে এ আবেদন করেন তার আইনজীবী। বলা হয়, জাপানি শিশুদুটি ভিক্টিম সাপোর্ট সেন্টারে অস্বস্তিকর পরিবেশে আছে। এজন্য তাদের হোটেলে এনে রাখা দরকার। নইলে, মানসিকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি রয়েছে।

বুধবার বিকেল ৩টায় এ বিষয়ে শুনানির সময় ঠিক করেছেন হাইকোর্ট।

তবে রাষ্ট্রপক্ষ বলেছে, ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিবেশ অত্যন্ত মনোরম।

এর আগে গত ২৩ আগস্ট জাপানি দুই শিশুকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাপানি মা এবং বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন।

৩১ আগস্ট শিশুদেরকে হাইকোর্টে হাজির করতে হবে। ওইদিন আদালত পরবর্তী আদেশ দেবেন। তবে আদালত উভয়পক্ষের আইনজীবীদের ৩১ আগস্টের মধ্যে বিষয়টি সমাধান করতে ভূমিকা রাখতে বলেছেন।