chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গণটিকার দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর

ডেস্ক নিউজ:  করোনা থেকে পরিত্রাণে গণটিকা কর্মসূচির দ্বিতীয় ডোজ প্রয়োগ আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গণটিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরুর আগে দেশে আসবে টিকার আরও নতুন চালান। ফলে, দ্বিতীয় ডোজ দিতে আরকোনো সমস্যা হবে না।

বুধবার (২৫ আগস্ট) করোনা মোকাবিলায় প্রবাসী বাংলাদেশিদের উপহার হিসেবে পাওয়া ভেন্টিলেটর বিতরণ অনুষ্ঠানে রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগার মিলনায়তনে স্বাস্থ্যের মহাপরিচালক এসব কথা বলেন।

খুরশীদ আলম বলেন, সারাদেশে গণটিকা কর্মসূচি চলাকালীন সময়ে যে যেই কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেখানেই তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। দ্রুতই দেশে আরও ৬০ লাখ ফাইজারের টিকা আসছে।

ইনি/চখ

এই বিভাগের আরও খবর