chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাদরাসা শিক্ষার্থীদের মাঝে দ্যা ক্রাক প্লাটুন্সের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: শোক দিবস স্মরণে নগরের দারুস সালাম বালক ও বালিকা মাদরাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে ‘বাস্তবতা দ্যা ক্রাক প্লাটুন্স’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (২৩ আগষ্ট) জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এমন কর্মসূচি হাতে নেয় সংগঠনটি।

কর্মসূচির বিষয়ে সংগঠনের সদস্য ইমাম হোসেন রিদয় বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও, তার আদর্শকে হত্যা করতে পারেনি। বাঙালি জাতি এখনো বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বলেই প্রতিটা বাঙালির হৃদয়ে তিনি জড়িয়ে আছেন। আর নতুন প্রজম্মের কাছে অনুপ্রেরণামূলক কর্মকাণ্ড তুলে ধরাই আমাদের সংগঠনের কাজ।

এ সময় মো. শাফায়েত আলী রাকিব, সজীব ওসমান, টমাস, শিবলু, নাইম আসিফ, জয়, নিবিড়, রাশেদ, সানি প্রমুখ উপস্থিত ছিলেন।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...