chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২

নিজস্ব প্রতিবেদক: কথা কাটাকাটিকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বগিভিত্তিক সংগঠন বিজয় ও সিএফসির মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

বিবাদমান উভয় গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।

আহতরা হলেন, বিজয় গ্রুপের কর্মী ও দর্শন বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র শরীফ খান এবং একই শিক্ষাবর্ষের সিএফসি গ্রুপের কর্মী ও ইতিহাস বিভাগের ছাত্র মো. আজিম।

জানা যায়, মঙ্গলবার দুপুরে বিজয় গ্রুপের কর্মী শরিফ খানের সাথে সিএফসি গ্রুপের কর্মী ১৯-২০ সেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ইমরানের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমরান শরীফকে মারধর করে। এ ঘটনার জের ধরে বিজয় গ্রুপের কর্মীরা সিএফসির আজিম নামে এক কর্মীকে শহিদ মিনারে মারধর করলে উভয় গ্রুপের মধ্যে সন্ধ্যায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সিএফসি গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, জুনিয়রদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। বিষয়টি আমরা দেখতেছি।

বিজয় গ্রুপের নেতা মো. ইলিয়াস বলেন, অহেতুক আমাদের এক কর্মীকে মারধর করছে সিএফসির কর্মীরা। প্রশাসনকে এ ঘটনায় জড়িত সিএফসির কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করবো।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রদের মধ্যে হালকা ঝামেলা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

এনএনআর/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...