chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আমাকে নতুন করে চেনানোর দরকার নেই

নিজস্ব প্রতিবেদক: মেজর সিনহা (অবঃ) হত্যা মামলার অন্যতম আসামী টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ সাংবাদিকদের ছবি তুলতে দেখে বিরক্তি নিয়ে বলেন, আমাকে নতুন করে চেনানোর দরকার নেই।

মঙ্গলবার (২৪ আগস্ট) মামলার সাক্ষগ্রহণের দ্বিতীয় দিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

এজলাসে ঢোকার সময় সাংবাদিকরা ছবি নিতে দেখলেই বিরক্ত হন প্রদীপ। ক্যামেরা সাংবাদিকদের বললেন, তাকে নতুন করে চেনানোর দরকার নাই।

এর আগে সকাল ১০টায় বরখাস্ত ওসি প্রদীপসহ ১৫ আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আদালতে হাজির করা হয়।

এদিন মামলার বাদি সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসকে প্রদীপ ও লিয়াকতসহ তিন আসামির আইনজীবীরা জেরা করছেন।

গত বছরের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। হত্যাকাণ্ডের পাঁচ দিনের মাথায় ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে পুলিশ পরিদর্শক লিয়াকত ও টেকনাফ থানার ওসি প্রদীপসহ নয় জনকে আসামি করে হত্যা মামলা করেন।

এসএএস/এনএনআর/চখ

এই বিভাগের আরও খবর