chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিএমপির ৩ থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগর পুলিশের তিন থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, চট্টগ্রাম মেট্টোপলিটন (সিএমপি) ডিবি (উত্তর) পরিদর্শক মো.মঈনুর রহমানকে চান্দগাঁও থানার ওসি, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোস্তাফিজুর রহমানকে পাহাড়তলী থানার ওসি, পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলামকে ইপিজেড থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

সম্প্রতি, ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়াকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ও পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমামকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। এছাড়া নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনকে খুলনা রেঞ্জে পদায়ন করা হয়।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...