chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন রিজভী

ডেস্ক নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিএসএমএমইউতে গিয়ে দুপুর পৌনে ১টার দিকে টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি।

রুহুল কবির রিজভী টিকা নেয়ার পর গণমাধ্যমকে জানান, গত ২৬ জুলাই তিনি করোনা টিকার প্রথম ডোজ মডার্নার টিকা নেন। নির্ধারিত তারিখ অনুযায়ী মঙ্গলবার মর্ডানার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

উল্লেখ্য যে, চলতি বছরের ১৬ মার্চ করোনায় আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর, উন্নত চিকিৎসার জন্য ১৭ মার্চ তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

গত ১ এপ্রিল রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।

বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন। বাসায় অবস্থান করেই চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছেন। পুরোপুরি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন রুহুল কবির রিজভী।

ইনি/চখ/এমআই

এই বিভাগের আরও খবর