chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফের বিয়ের পিঁড়িতে ন্যান্সি

ডেস্ক প্রতিবেদন: ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি

২৩ আগস্ট রাতে ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘গট এনগেজড’ দিয়েছেন জনপ্রিয় এই গায়িকা। রিলেশনশিপ স্ট্যাটাসে প্রকাশ করেছেন ভালোবাসার মানুষের নামও। তার নাম মহসিন মেহেদী। সেই আইডিতে গিয়ে প্রোফাইলে দেখা গেছে দুজনের আংটি বদলের ছবি।

প্রায় এক মাস আগে গায়িকা ন্যান্সি  জানিয়েছিলেন আবারও বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী সেপ্টেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। তবে কাকে বিয়ে করছেন এ বিষয়ে তখন মুখ খোলেননি।

সেপ্টেম্বর আসার আগেই ফেসবুকে জানিয়ে দিলেন তিনি এখন আর সিঙ্গেল নন।

উল্লেখ্য, ন্যানসির পূর্ববর্তী সংসারে নাজিমুজ্জামান জায়েদের সাথে জন্ম নেয় একমাত্র কন্যা সন্তান নায়লা, তবে কয়েক মাস আগে ন্যান্সি সেই সংসার ভেঙে যায় নানান ঘাত প্রতিঘাতে।

এনএনআর

Loading...