chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সময় না বাড়ালে কাবুলের সবাইকে উদ্ধার সম্ভব নয়

 

ডেস্ক প্রতিবেদন: আগামী ৩১ আগস্টের মধ্যে মধ্যে কাবুল থেকে প্রত্যেক আফগানকে উদ্ধার করা সম্ভব নয় বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস।

মঙ্গলবার জার্মান সংবাদমাধ্যম বিল্ড টিভিকে হেইকো মাস বলেন, ‌‘আমি বলতে চাই, ৩১ আগস্ট কিংবা আরও কয়েকদিনও যদি উদ্ধার কাজ চলতে থাকে তারপরও আমাদের কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষে যেসব আফগান কাবুল ছাড়ার অপেক্ষায় আছেন তাদের উদ্ধার করা সম্ভব হবে না।’

আফগানিস্তানের সশস্ত্রগোষ্ঠী তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা চলছে। হাজার হাজার আফগান ও পশ্চিমা নাগরিক মরিয়া হয়ে আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছেন। এর মধ্যে অনেকের প্রাণহানিও হয়েছে।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একজন কর্মকর্তা গত রোববার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, গত সপ্তাহান্তের পর হতে এখন পর্যন্ত কাবুল বিমানবন্দরের আশেপাশে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়ে কিংবা পদদলিত হয়ে মারা যান।

এদিকে নির্ধারিত ওই সময়সীমা লঙ্ঘনের কোনো সুযোগ নেই জানিয়ে তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন বলেছেন, তারা পশ্চিমা দেশগুলোকে তাদের নাগরিকদের উদ্ধার অভিযান চালাতে ৩১ আগস্ট পর্যন্ত যে সময়সীমা বেঁধে দিয়েছিল, সেটি আর বাড়াবে না।

এনএনআর/চখ

এই বিভাগের আরও খবর