chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টোল রোডে ঘুরতে যাওয়া যুবকের প্রাণ কেড়ে নিল ট্রাক

নিজস্ব প্রতিবেদক : মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে রাতে ঘুরতে বের হয়ে হালিশহর থানার টোল রোডে ট্রাকের ধাক্কায় লাশ হলো এক যুবক। 

সোমবার (২৩ আগস্ট) আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন (৩১) হালিশহর আই ব্লকের দুই নম্বর লেনের শাখাওয়াত হোসেনের ছেলে। কাজ করতেন একটি এনজিওতে।

দুর্ঘটনার পর রাত ১২ টার দিকে রক্তাক্ত অবস্থায় তার বন্ধু ও স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি চট্টলার খবরকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইন-চার্জ এসআই নুরুল আলম আশেক।

যে ট্রাকের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটেছে, সেই ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ইনি/এসএএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...