chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আ.লীগকে নেতৃত্বশূণ্য করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয় : নাছির        

ডেস্ক নিউজ : বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বশূণ্য করতেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (২৩ আগস্ট) নগরীর রাজাখালী মোড় চত্বরে বক্সির হাট ওয়ার্ড আওয়ামীলীগ আওতাধীন চাক্তাই ইউনিট আওয়ামীলীগের উদ্যোগে শিশু-কিশোর ও কর্মহীন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করতেই বিএনপি-জামায়াত জোট অপশক্তি ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালায়। সেদিন হামলাকারীদের গ্রেনেডের আঘাতে আইভি রহমানসহ আওয়ামীলীগের ৩৬ জন নেতাকর্মী নির্মম ভাবে নিহত হন। আহত হন আরো শতাধিক নেতাকর্মী। গ্রেনেডের স্প্রিন্টারের আঘাতে আহত সেসব নেতাকর্মীরা আজো মানবেতর জীবন যাপন করছেন।

বয়ে বেড়াচ্ছেন সেদিনের দুঃসহ স্মৃতি তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদেরকে শেষ করে দিতে পারলে আওয়ামীলীগ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না- এমন পরিকল্পনা থেকেই বিএনপি-জামায়াতের নেতৃত্বে হামলাকারীরা গ্রেনেড হামলা চালায়। আল্লাহতা’লার অশেষ রহমত- সমাবেশে ছোঁড়া গ্রেনেডগুলো বিস্ফোরিত হলেও ট্রাকে অবস্থানরত শীর্ষ নেতৃবৃন্দের উদ্দেশ্যে যে গ্রেনেডটি ছুঁড়ে মারা হয়েছিল সেটি বিষ্ফোরিত হয়নি। যদি সেটি বিষ্ফোরিত হত তাহলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দরা সেদিন নির্মম হত্যার শিকার হতেন। বাংলাদেশের উন্নয়ন,অগ্রগতি আবার অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যেত।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাক্তাই ইউনিট আওয়ামী লীগের সভাপতি মীর আহাম্মদ সওদাগর, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শান্ত দাশগুপ্ত, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি আবসার উদ্দিন এম কম, যুগ্ম সম্পাদক লিটন রায় চৌধুরীসহ প্রমুখ।

ইনি/এসএএস/

 

এই বিভাগের আরও খবর