chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মা হবেন সোনম কাপুর!

ডেস্ক নিউজ: কাপুর পরিবারে সুখবর, মা হবেন সোনম কাপুর।

ভারতীয় গণমাধ্যমের দাবি, শিগগিরই মা হতে চলেছেন অনিল কন্যা সোনম। বহু মাস পর দেশে পা রাখতেই সোনমের মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে চতুর্দিকে। মুম্বাই বিমানবন্দরে পা রাখার পরই অনিল কাপুরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন নায়িকা।

তখন থেকেই পাপারাতজিদের সন্দেহ, অন্তঃসত্ত্বা সোনম। সুখবর দেওয়ার পরই হয়তো আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন তিনি। এর পরই সব জল্পনায় জল ঢেলে ঋতুস্রাবের প্রথম দিন কীভাবে কাটাচ্ছেন, তার ছবি শেয়ার করেন সোনম।

গুঞ্জন কিছুদিন চাপা পড়লেও, সোনমের বোন রিয়া কাপুরের বিয়ের সময়ও ছড়িয়ে পড়ে সোনমের মা হওয়ার খবর। রিয়ার বিয়েতে পা পর্যন্ত ইন্দো ওয়েস্টার্ন গাউনে দেখা যায় সোনমকে।

সম্প্রতি আরও কিছু ছবি পাওয়া গেছে সোনমের। যেখানে সোনালি রঙের ওয়েস্টার্ন পোশাকে তিনি হাজির হয়েছেন। সবার নজর তার বেবি বাম্পের দিকেই। কিন্তু এসব নিয়ে কোনো মন্তব্য করছেন না সোনম।

২০১৮ সালে ভালোবেসে বিয়ে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর।

এই বিভাগের আরও খবর
Loading...