chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টবে জমা ছিল পানি, গুনতে হলো জরিমানা

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির মুখে নতুন করে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় নগরবাসীর মনে আতঙ্কে বিরাজ করছে। ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্ন কার্যক্রম চলছে। এর সঙ্গে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

সোমবার (২৩ আগস্ট) নগরের চকবাজার ও হালিশহর হাউজিং এলাকায় চলে অভিযান। ওই সময় নগরের হালিশহরে এডিস মশা নিধনে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস অভিযান চালায়। এক নম্বর রোর্ডের ১৩ নম্বর বাসার ছাদে টবে পানি জমে ছিল। পানি নিষ্কাশন না করায় ওই ভবনের মালিককে গুনতে হয়েছে ৫ হাজার টাকার জরিমানা।

এছাড়া চকবাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় দুটি বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর