chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পেতে লাগবে না মেসেজ

নিজস্ব প্রতিবেদক: যারা কোভিশিল্ডের টিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন, তারা এসএমএস না পেলেও নিকটস্থ কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন কার্ড দেখিয়েই দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে পারবেন। 

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক ডা. মিজানুর রহমান গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যারা কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন তাদের ইতোমধ্যেই এসএমএস চলে যাওয়ার কথা। যাদের ইতোমধ্যেই এসএমএস চলে গেছে তারা কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন।  আর যারা এখনও কোনো কারণে এসএমএস পান নাই, তারা কেন্দ্রে ভ্যাকসিন কার্ড নিয়ে গেলেই দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এনএনআর

এই বিভাগের আরও খবর
Loading...