chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে ‘ভাচুর্য়াল ল্যাবস’ শীর্ষক অনলাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (সিইএমসিএ), নয়াদিল্লী, ভারত এর যৌথ উদ্যোগে ‘‘ভাচুর্য়াল ল্যাবস’ শীর্ষক তিনদিন ব্যাপি অনলাইন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) অনলাইন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান বেলা ১১ টায় উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ভারতের সিইএমসিএ’র পরিচালক প্রফেসর মাধু পারহার এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোস্তফা আজাদ কামাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন, রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ভারতের অমৃতা বিশ্ব বিদ্যাপিতম-ভ্যালু ভার্চুয়াল ল্যাব এর প্রজেক্ট ম্যানেজার স্যানেশ পি.এফ. এবং অনুষ্ঠানটি সমন্বয় করেন ভারতের সিইএমসিএ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ড. সিফন চ্যাটার্জি।
এছাড়া অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক এবং ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী বক্তব্য রাখেন।
এসএএস/ এনএনআর
এই বিভাগের আরও খবর
Loading...