chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিবন্ধন সাপেক্ষে টিকা, গণটিকা নয়: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গণটিকা কার্যক্রম চালানোর মতো টিকা না থাকায় আপাতত এই কমূসচি আর করা হচ্ছে না বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে গণটিকা কার্যক্রম চালোনো যাচ্ছে না। কারণ সেই পরিমাণ ঠিকা সরকারের কাছে নেই। যে পরিমান টিকা থাকবে, সেই পরিমাণ নিবন্ধন করে টিকা দেওয়া হবে

সোমবার (২৩ আগস্ট) সচিবালয়ে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৭ থেকে ৮ কোটি মানুষ টিকার আয়তায় আসবে। এক্ষেত্রে দ্বিতীয় ডোজ টিকা ১৫ থেকে ২০ দিনের মধ্যে করার পরিকল্পনা করছে সরকার। এটি নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা হয়েছে। এ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে নতুন করে ১০ লাখ ডোজ টিকার আসবে বলেও জানান তিনি।

আরকে/ এনএনআর

এই বিভাগের আরও খবর