chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাত নাবিকের করোনা উপসর্গ, পণ্য খালাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক : চীন থেকে সার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসা একটি জাহাজের সাতজন নাবিকের করোনা উপসর্গ দেখা দিয়েছে। এজন্য রবিবার বিকালে ওই জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ করে দেয়া হয়েছে।

করোনার উপসর্গ থাকায় জাহাজে নাবিকদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দরের স্বাস্থ্য কর্মকর্তা।
চট্টগ্রাম বন্দরর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১২ আগস্ট জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছায়। এটি এখন বন্দরের বহির্নোঙরে রয়েছে। এমভি সেরেন জুনিপার নামে জাহাজটি চীনের ন্যানটং বন্দর থেকে সার নিয়ে এসেছে। বাহামার পতাকাবাহী জাহাজটিতে ৪৬ হাজার ৩০০ টন সার রয়েছে।
নিয়ম অনুযায়ী, জাহাজের কোনো নাবিক অসুস্থ হলে বা করোনার উপসর্গ থাকলে জাহাজের মাস্টার স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে বন্দর স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে অবহিত করে।
চট্টগ্রাম বন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, জাহাজের ক্যাপ্টেন স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে নাবিকদের করোনার উপসর্গ থাকার বিষয়টি অবহিত করেছেন। এরপরই সাগরে অবস্থানরত জাহাজে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা পরীক্ষার ফলাফলের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জাহাজটিতে নাবিকসহ ২১ জন জনবল রয়েছে। জাহাজে থাকা সবাইকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
এসএএস/

এই বিভাগের আরও খবর