chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাকলিয়ায় সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অর্থসহ সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৭।

জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা আদায় করার গোপন তথ্য পেয়ে শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজিকালে ভয়-ভীতি প্রদর্শনে ব্যবহৃত ৩টি চাকু ও অবৈধভাবে চাঁদা আদায়ের নগদ ১১ হাজার ২ শ ৩০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মো. ইকবাল (৫২), মো. গিয়াস উদ্দিন (৩০), মো. কায়ছার (৩১), মো. আবুল কাসেম (৩১) ও মো. উদয়ন মজুমদার (৩৫)।

আজ রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, আটককৃতরা বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে বাকলিয়া এলাকার আশপাশের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।

তাছাড়া ওই এলাকার বিভিন্ন সড়কে অবৈধভাবে সিএনজি, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন থেকেও জোরপূর্বক চাঁদা আদায় করার কথা স্বীকার করে আটককৃত সবাই। আটক সকলকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর