chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইসরাইলকে আরব লীগের হুশিয়ারী

ডেস্ক প্রতিবেদন: ফিলিস্তিনিদের ওপর হামলা এবং আল-আকসা মসজিদে মুসল্লিদের উপর নির্যাতন বন্ধে ইহুদিবাদী দেশ ইসরাইলকে হুশিয়ারী বার্তা দিয়েছে আরব লীগ।
শনিবার (২১ আগস্ট) মসজিদ আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে এক বিবৃতিতে আরব লীগ এ হুশিয়ারি দেয়। বিবৃতিতে ফিলিস্তিনি এবং আল-আকসায় সব ধরনের অপরাধ কর্মকাণ্ড এবং অবৈধ দখলদারিত্ব অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে ইসরাইলকে।
গত শনিবারও দখলদার ইসরাইলের সেনাবাহিনীর গাজা উপত্যকায় গুলি করে ২০ ফিলিস্তিনিকে আহত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা জানিয়েছেন, মসজিদ আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে শনিবার জেরুজালেমে বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনিদের উপর ইসরাইলিদের গুলিতে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন, এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
ইনি/চখ/এনএনআর
Loading...