chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গাউসিয়া কমিটি হারুয়ালছড়ি শাখার মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ১০ই মহররম পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা করেছে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি হারুয়ালছড়ি শাখা।

শুক্রবার (২০ আগস্ট) শুক্রবার হারুয়ালছড়ির পাটিয়ালছড়িস্থ শোকর এ মওলা মঞ্জিলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী।

এস এম নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় উক্ত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জয়নুল আবেদীন তাওরাত। আলোচনায় আরও অংশগ্রহণ করেন সৈয়দ মো: গোফরান উদ্দীন ফরহাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাস-আল-খাইমা শাখার সভাপতি জনাব মোহাম্মদ উমর ফারুক। সভাপতি বক্তব্যে বলেন – কারবালার দর্শনের শিক্ষা নিতে হবে হক ও বাতিলের পার্থক্য থেকে। আহলে বায়াতের ভালোবাসাই প্রকৃত ঈমানের মাপকাঠি। সৈয়দ শফিউল আজিম সুমনের পরিচালনায় মিলাদ মাহফিল এবং সভাপতির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আইএম/এনএনআর

এই বিভাগের আরও খবর
Loading...