chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযান চালিয়ে ২৯ হাজার ২ শ ৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে এবং আজ শুক্রবার (২০ আগস্ট) ভোর বেলায় লালখান বাজার এবং বায়েজিদ এলাকায় পৃথক অভিযান দুটি পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জাহিদুল ইসলাম (৩০) ও আহম্মেদ নূর (৫৫)। এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম।

তিনি বলেন, চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় ইয়াবা বিকিকিনির জন্য অপেক্ষমান মাদক কারবারির অবস্থান নিশ্চিত হওয়ার পর থানার উত্তরা আবাসিকে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের টিম।

এসময় ২৯ হাজার ২ শ ৪৮ পিস ইয়াবাসহ মো. জাহিদুল ইসলাম নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে নগরীর লালখান বাজারে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রেতা আহম্মেদ নূরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...