chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এমপি দিদার করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ড আসনের এমপি দিদারুল আলম করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২০ আগস্ট) তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, কয়েকদিন ধরে এমপির শরীর খারাপ ছিল। গায়ে হালকা জ্বর-মাথা ব্যথা ছিল। এতে সন্দেহ হওয়ায় তিনি বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। আজ সকালে প্রকাশিত রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। তার স্ত্রী-সন্তানরাও নমুনা দেন। তবে তারা নেগেটিভ হন।

দিদারুল আলম এমপি জানান, তিনি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে ১৩ আগস্ট তার শরীরে খারাপ লাগছিল। হালকা জ্বরও আসে। পরে সে জ্বর চলে যায়। এরপর গত কয়েকদিন আবার শরীর খারাপ লাগছিল, সাথে জ্বর-মাথা ভার হয়ে আছে।

সন্দেহ দূর করতে তিনি পরীক্ষার জন্য উপজেলা কমপ্লেক্সে নমুনা দিলে আজ জানতে পারেন তিনি করোনা পজিটিভ হয়েছেন। এ কারণে তিনি বিদেশ যাত্রা স্থগিত করেন।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...